বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে খাদ্যগুদামে গম কিনতে লটারীর মাধ্যমে গমচাষী নির্বাচন

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি ॥ সরকারী ভাবে খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে গম ক্রয়ের জন্য ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এই প্রথম লটারীর মাধ্যমে প্রকৃত গমচাষী নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ, উপজেলা কৃষি অফিসার এসএস গোলাম সারওয়ার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মোমিন সরকার, যুবউন্নয়ন কর্মকর্তা জুলিফিকার আলী, ইউপি চেয়ারম্যান একরামুল হক, হিটলার হক, কাউছার আলী, কার্তিক চন্দ্র রায়, মোস্তাফিজার রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, দপ্তর সম্পাদক দীপেন রায় সহ সরকারী কর্মকর্তা, কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউএম রায়হান শাহ বলেন, এবার সরাসরি কৃষকের কাছ থেকে উপজেলায় ১৬’শ টন গম ক্রয় করা হবে। এ উপজেলা প্রায় ৫১ হাজার কৃষক রয়েছে। এর মধ্য থেকে প্রায় ২১ হাজার গম চাষীর তালিকা তৈরী করা হয়। এ ২১ হাজার গমচাষীর মধ্যে লটারীর মাধ্যমে ১৬’শ জনকে নির্বাচন করা হয়েছে। উল্লেখ্য সরাসরি কৃষকের কাছ থেকে সরকারীভাবে গম কেনার জন্য স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম এবং ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ্র একান্ত আন্তরিকতায় এবারেই প্রথম লটারীর মাধ্যমে গমচাষী নির্বাচন করা হয়। এতে গমচাষীরা খুশী হলেও  মধ্যসত্ত্বভোগীরা নাখোশ হয়েছেন।

Spread the love