শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জে ডায়াবেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প’র ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। শনিবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এ উদ্বোধন হয়। এসময়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক পারভীন মেহতাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুতুবুল আলম, প্রকল্প পরিচালক আবুবক্কর সিদ্দিক, পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী আল-মামুন হক, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আ’লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও  সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ডায়াবেটিক সমিতিরি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, হাসপাতাল নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৬ টাকা। প্রকল্পে কাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হবার কথা রয়েছে।

Spread the love