বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পূনঃগনায় হাইকোটে রিট

UPjala-0বিষ্ণু পদ রায় পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধিঃ সদ্য অনুষ্ঠিত ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পূনঃগননার আবেদন জানিয়ে হাইকোটে রিট দায়ের করেছেন ২ ভোটের ব্যবধানে হেরে যাওয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভারতি রানী রায়। ঐ পদে উপজেলা সকল কেন্দ্রের ভোট পূনঃগননার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে রিটানিং অফিসার সহ সংশিস্নষ্টদের প্রতি রম্নল জারি করেছেন আদালত। সোমবার শুনানী শেষে বিচারপতি কাজী রেজাউল হক এবং এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৩ মার্চ অনুষ্ঠিত পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভারতি রানী রায়েকে ভোট কারচুপির মাধ্যমে মাত্র ২ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষনা করা হয়। অথচ বিভিন্ন ভোট কেন্দ্রে নিযুক্ত ভারতির এজেন্টেদের তথ্যমতে তিনি অনেক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে ভোটের পরের দিন ভাকুড়া এবং নন্দনপুর ভোট কেন্দ্রে ভারতি রানীর হাস মার্কায় শীল মারা ব্যালট পাওয়া গেছে। এছাড়াও গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ প্রকার ফলাফল তালিকা প্রদান করা হয়েছে। যাতে হাস মার্কার ভোটের পরিমান কম-বেশী উলেস্নখ করা হয়েছে। এমতাবস্থায় ঐ পদে ভোট পূনঃগননা করা অবশ্যক বলে আবেদনে উলেস্নখ করা হয়। এ বিষয়ে সহকারী রিটানিং অফিসার ও রিটানিং অফিসার এবং প্রধান নির্বাচন কমিশনারের নিকট পৃথক পৃথক ভাবে ভোট পূনঃগননার আবেদন করা হয়। কিন্তু কোন দরখাসত্মই আমলে নেয়া হয়নি। সুপ্রীম কোর্টের এ্যড. ব্যরিষ্টার নুর-ইস সাদিক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাববীর আহমদ জানান, এ বিষয়ে এখন পর্যমত্ম তিনি কোন জানেন না।

Spread the love