বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগঞ্জে সরকারী ঔষধ পুকুরে

SAMSUNG CAMERA PICTURESবিষ্ণু পদ রায়, পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারী ঔষুধ পীরগঞ্জ পাইলট স্কুলের শহীদ মিনারে পিছনে ভূশিয়া দিঘিতে বগুড়া এসেনসিয়াল ড্রাগ্স্ কোম্পানির মেট্রোনিডাজোল বিপি ৪০০মি.গ্রা.গ্রুপের প্রায় ২ হাজার পিস মেট্রোনিডাজোল ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় সোমবার পড়ে থাকতে দেখা গেছে। সচেতন মহলের ধারনা ঔষুধ গুলো পীরগঞ্জ হাসপাতাল অথবা কমিউনিটি ক্লিনিকেরহতে পারে । কতিপয় অসাধু কর্মকর্তা/কর্মচারী বাজার জাত করার উদ্দেশে ঔষুধ গুলো শহরের এনেছিল, কিমত্ম সম্প্রতি বাজারে ভেজাল বিরোধী অভিযানের কারনে তারা সরকারী ঔষধ গুলো দোকানে রাখতে পারেনি । এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ জানান ঔষুধ গুলো মেয়াদ উত্তৃন্য, ঔষুধ গুলো কোথা থেকে এসেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না।

Spread the love