শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র টিটু জামিনে মুক্ত

মিনিবাস চালককে মারপিট মামলায় সন্দেহ

ভাজন হিসেবে গ্রেফতার হওয়া ঠাকুরগাওয়ের

পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী ছাত্র

টিটু জামিনে মুক্তি পেয়েছে। থানা পুলিশ তাকে

আটক করে সোমবার আদালতে পাঠায়।

আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার সে

এলাকায় আসলে পলিটেকনিকের শিক্ষার্থলা

তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। নিশাত এন্টার

প্রাইজ নামে যাত্রীবাহি একটি মিনিবাসের

চালককে মারপিট করার অভিযোগ আনা হয়

তার বিরুদ্ধে। তবে এলাকাবাসী ও টিটুর

সহপাঠীরা জানায়, বাস চালককে মারপিটের

ঘটনায় সে জড়িত ছিল না। পূর্ব আক্রোশে তাকে

এ ঘটনার সাথে জড়ানো হয়েছে। এদিকে পুলিশ

তাকে গ্রেফতার করে থানায় শারিরীক নির্যাতন

চালায় বলে স্থানীয় সাংবাদিকদের কাছে

অভিযোগ করা হয় টিটুর পরিবারের পক্ষ থেকে।

এর প্রতিবাদে পলিটেকনিকের ছাত্ররা বিক্ষোভ

প্রদর্শন করেছেন। তারা টিটুর বিরুদ্ধে দায়ের

করা মিথ্যা মামলার অবিলম্বে প্রত্যাহার দাবী

করেন।

 

Spread the love