শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পীরগাছায় আ’লীগের সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি : রংপুরে মাদক সংশ্লিষ্ঠতায় আ’লীগ নেতা জনপ্রতিনিধি ও পুলিশ জড়িত শীর্ষক একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার দুপুরে পীরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। তার বক্তব্যে তিনি বলেন, অদৃশ্য গোয়েন্দা সুত্রের বরাত দিয়ে ১৪ মে দৈনিক যুগান্তরে তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি সংবাদটি প্রকাশে সহায়তা করেছেন। এতে তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার রাজনৈতিক জীবনে সন্ত্রাস,মাদক, জুয়াসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সভা-সেমিনারে প্রশাসন ও আইন শৃঙ্কলা বাহিনীর সাথে থেকে মাদক সন্ত্রাস বিরোধী কর্মকান্ডে সহযোগিতা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন, কল্যাণী ইউপি চেয়ারম্যান নুর আলম, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ব্যবসায়ী নেতা মোশারফ হোসেন, প্রভাষক নাহিদ হাসান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহম্মেদ, সম্পাদক শাহ শাফায়েত জামিল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love