শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগাছায় তীব্র শীতে কাহিল ছিন্নমূল মানুষ

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় গত কয়েক তীব্র শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে অসহায় হয়ে পড়েছে ছিন্নমুল মানুষ। ফলে ঘরে ঘরে দেখা দিয়েছে শীতজনিত রোগ। শীতে বস্ত্রের অভাবে শীতের কষ্ট পোহাচেছন উপজেলার প্রায় ৮০ হাজারেরও বেশি হতদরিদ্র মানুষ। আর এসব হতদরিদ্র মানুষগুলো গরম কাপড়ের জন্য প্রতিদিন ভিড় করছে উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের নিকট। তারা গরম কাপড় না পেয়ে চরম বিপাকে পড়েছেন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের শেষ চেষ্টা চালিয়ে যাচেছন। তবে চরাঞ্চলের মানুষের অবস্থা আরো কাহিল। শীতে শিশু ও বৃদ্ধাদের দুর্ভোগের শেষ নেই। শীতের কারণে সন্ধ্যার পর হাট-বাজারসহ রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচেছ।
উপজেলার আশরাফ আলী(৮০) বলেন, ‘বাবা শরীরের হাড় বরফ হয়্যা গেইছে। আগুনের তাপও কোন কাজ হয় না। বুড়া মানুষের দিন শ্যাষ’।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের  হতদরিদ্র ও শীতার্ত মানুষের জন্য ৬ হাজার ৮শ ৫০টি কম্বল বিভিন্ন এতিম খানা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।

Spread the love