বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পীরগাছায় শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

রংপুর প্রতিনিধি ॥ রংপুরের পীরগাছায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, শিশু নির্যাতন, প্রশ্নপত্র ফাঁস, ও দুর্নীতিকে না বলতে রোববার পীরগাছা জে এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাল কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা জে এন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খন্দকার মতিয়ার রহমান, সাংবাদিক এম খোরশেদ আলম, তাজরুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওছার আলম সোহেল, রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আবরার মাহি, সিনিয়র সদস্য সোহাগ, স্বচ্ছ, আদনান, রনি, নাসিফ, নাইফ, মারুফ ও মহিব প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সত্য কথা বলা, মাদক সেবন ও অল্প বয়সে বিয়ে না করার শপথ গ্রহন করেন।

Spread the love