শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি শক্তিশালী হলেও পুঁজিবাজার শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘পুঁজিবাজারে কিছু মিস ম্যাচ আছে। তার অবসান ঘটিয়ে আমরা পুঁজিবাজারকে শক্তিশালী করব। পুঁজিবাজারকে আমরা সুশাসন দেব।’

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময়’ সভার শুরুতে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বেলা এগারোটায় সভা শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘এখানে আজ আশ্বস্ত করব সবাইকে যে, আমরা পুঁজিবাজারকে সুশাসন দেব এবং আমরা গর্ভন্যান্সে ভালো করব। যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, মিসম্যাচ আছে, সেগুলো আমরা টেককেয়ার করব। এভাবে পুঁজিবাজারকে আমাদের অর্থনৈতিক এলাকায় শক্তিশালীভাবে রূপান্তরিত হবে।’

মন্ত্রী বলেন ‘পুঁজিবাজার প্রতিটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি এলাকা। অর্থনীতির গতিবেগ বোঝা যায় পুঁজিবাজারের গতিবেগ থেকে। প্রতি দেশের সামষ্টিক অর্থনীতি কতটা বাড়ল, কতটা কমল সবকিছুই ইন্ডিকেট করে পুঁজিবাজার।’

Spread the love