শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব ইউক্রেনে তুমূল উত্তেজনা

03. Ukraine-armyরাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ডাকে স্বাধীনতা প্রশ্নে ভোটের প্রাক্কালে শনিবার পূর্ব ইউক্রেনে নির্বাচনী প্রস্ত্ততি চলছে। এদিকে সরকার সেখানে বিদ্রোহীদের বিরম্নদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করেছে। পূর্ব ইউক্রেনে বর্তমানে তুমুল উত্তেজনা চলছে ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন শুক্রবার ক্রিমিয়া সফরের পর পূর্ব ইউক্রেনে এ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উলেস্নখ্য, ক্রিমিয়া ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে অমত্মর্ভুক্ত হওয়ার পর ওই অঞ্চলে পুতিনের এটি ছিল প্রথম সফর।

এদিকে পূর্ব ইউক্রেনে সংঘর্ষে ২০ জনের বেশি লোক নিহত হয়েছে।

পূর্ব ইউক্রেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট পেছাতে এ সপ্তাহে পুতিনের আকস্মিক আহবান সত্ত্বেও পূর্ব ইউক্রেনের ১২টিরও বেশি শহর ও নগরীতে ঘাঁটি গেড়ে থাকা বিদ্রোহীরা নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করায় এ অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে অঞ্চল থেকে বিদ্রোহীদের উৎখাতে ইউক্রেনের সামরিক বাহিনীর অভিযানে অনেক লোক নিহত হয়েছে। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে রোববারের গণভোটে দনেতস্ক’র শিল্পাঞ্চল কিয়েভ থেকে স্বাধীন হবে কিনা সে ব্যাপারে জনগনের মত নেয়া হবে।

পার্শ্ববর্তী লুগানস্ক অঞ্চলেও একই ধরনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একত্রে এ দুই অঞ্চলের মোট জনসংখ্যা ৭৩ লাখ। উলেস্নখ্য, ইউক্রেনের মোট সংখ্যা ৪ কোটি ৬০ লাখ।

দনেতস্ক’র বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন বলেছেন, এ অঞ্চলের ৯০ ভাগ শহরে এ গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।

উত্তেজনা প্রশমনের আশায় আকস্মিকভাবে নির্বাচন স্থগিতে পুতিনের আহবান সত্ত্বেও এ গণভোট অনুষ্ঠানে বিচ্ছিন্নতাবাদীরা বদ্ধপরিকর।

পুতিনের ক্রিমিয়া সফর এ অঞ্চলে আবারো উত্তেজনা সৃষ্টি করেছে। কিয়েভ কর্তৃপক্ষ পুতিনের এ সফরের কঠোর সমালোচনা করেছে। কিয়েভের নেতারা পুতিনের ক্রিমিয়া সফর ইউক্রেনের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে মমত্মব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও রম্নশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ক্রিমিয়া সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পাশাপাশি তারা পুতিনের এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে রম্নশ প্রেসিডেন্টের ক্রিমিয়া সফর উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং এটি অপ্রয়োজনীয় ছিল। এছাড়া এতে ক্রিমিয়ার সার্বভৌমত্ব লক্সিঘত হয়েছে।

এদিকে ক্রিমিয়া সফরের খবরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল পুতিনের সমালোচনা করেন।

Spread the love