মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করবেন, সমস্যা হবে না’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়ে নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ নেয় এবং সেখানে যদি সহায়তা চায়, তাহলে প্রয়োজনীয় সহায়তা দেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বললেন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার সচিবালয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছেন, এতটুকুই জানি। কী কারণে করেছেন, সেটা জানি না। তবে এটুকু শুনেছি যে একটা রিট হয়েছিল, সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিয়েছেন। নির্বাচন কমিশন এখন আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তারা যদি কোনো সহায়তা চায় আমাদের কাছে, তাহলে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, তিনজন প্যানেল মেয়র আছেন, মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর থেকেই তিনজন প্যানেল মেয়র পর্যায়ক্রমে দায়িত্ব পালন করে আসছেন। তাঁরা যথারীতি দায়িত্ব পালন করে যাবেন। এ নিয়ে কোনো সমস্যা হবেনা।

Spread the love