বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে তোমাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “পড় তোমার প্রভুর নামে” এই শ্লোগনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ১৬ মে বুধবার উপশহরস্থ গাউসুল আযম কলেজ আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাউসুল আযম কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর জেলা পরিষদের সদস্য ফয়সার হাবিব সুমন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নাসরিন জাহান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ রহমত উল্লাহ্। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মালেক, ছাত্র প্রশনজিত রায়, ফাতেমা খাতুন, আয়শা খাতুন, মাহফুজা সুলতানা। সভায় শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে ইসরাত জাহান ইতিকে সম্মাননা পদকসহ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরসআকর বিতরণ করা হয়। এছাড়া কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ইউএনও ফিরোজুল ইসলাম, বিশেষ অতিথি প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন ও অনুষ্ঠানের সভাপতি রেজাউর রহমান রেজুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে তোমাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের ব্যবহার হবে এমন যে সবার গ্রহণযোগ্যতা থাকে। তোমাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে। সেই সাথে মনের পরিবর্তন ঘটাতে হবে। পরিমিত বোধের নাম হচ্ছে শিক্ষা। পরিমিত কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুসিক বিকাশ ঘটবে। তিনি কলেজটির উন্নয়নের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে আশ্মাস প্রদান করেন।

Spread the love