শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিবন্ধী উন্নয়ন ও সুরক্ষা আইন বাস্তবায়ন করতে জিও-এনজিওদের একসাথে কাজ করতে হবে-দিনাজপুর জেলা প্রশাসক

দি55662নাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের একটি অংশ। তাদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করাই হচ্ছে পরম ধর্ম। প্রতিবন্ধী উন্নয়ন ও সুরক্ষা আইন বাস্তবায়ন করতে জিও-এনজিওদের একসাথে কাজ করতে হবে।

‘‘বাঁধ ভাঙ্গো, দুয়ার খোল, একীভূত সমাজ গড়ে তোল’’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় দিবস প্রতিবন্ধী দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও  জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগীতায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম, সিভিল সার্জন ডাঃ মোঃ মউদূদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ছফর আলী ও দিশারী প্রতিবন্ধী সংস্থার পরিচালক মোঃ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মিষ্টার স্টেফেন মুর্মু। এনজিও সংস্থাদের পক্ষে বক্তব্য রাখেন সিডিএ’র অনামিকা পান্ডে, ওয়ার্ল্ড ভিশনের মিঃ ডায়মন্ড ও ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়  চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমীতে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সংস্থাগুলো হলো আরডিআরএস বাংলাদেশ, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, ওয়ার্ল্ড ভিশন, দিশারী, উত্তরণ, ব্র্যাক, সিডিসি, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও আর্টিষ্টিক বিদ্যালয়, বুদ্ধি প্রতিবন্ধী ফেডারেশন ও দি লেপ্রসী মিশন বাংলাদেশ, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থা, সিডিএ, এসইউপিকে, কাম-টু-ওয়ার্ক, কারিতাস, বিএসডিএ, গ্রাম বিকাশ কেন্দ্র, বহুব্রীহি, সিটিএস, বিচিত্রা, জেএসকেএস, নিরা, উদ্যোগ, অনন্যা, ল্যাম্ব হাসপাতাল, ইএসডিও, সুপথ, পলালীবন্ধু, বধির ইনষ্টিটিউট, দীপশিখা, এসআইডিপি, এএসএসবি, গ্রাম উন্নয়ন প্রচেষ্ঠা, বাংলাদেশ সেবা সংস্থা।

Spread the love