শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজিরই গড়লেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২৮ জুন) দুপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আসেন সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর দপ্তরে, তারা অভিজ্ঞতাও বিনিময় করেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আজ রোববার দুপুর একটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।  সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেওয়া যায়- এ বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা ও মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন শাজাহান খান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এসময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার উপস্থিত ছিলেন।

একজন সাবেক মন্ত্রীকে বর্তমান মন্ত্রীর নিজের দফতরে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রসংশনীয় জানিয়ে কর্মকর্তারা বলছেন, এ ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। মাঝে-মধ্যে হয়তো কোনো মিটিংয়ে সাবেক মন্ত্রীদের ডাকা হয়। তবে একান্তই ব্যক্তিগতভাবে আমন্ত্রণের ঘটনা বিরল।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের গত দুই মেয়াদে নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শাজাহান খান।

Spread the love