শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা মেধা বৃদ্ধির মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে-জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি : শিশুরাই আমাদের ভবিষ্যত, দেশ ও জাতির আখাংকার প্রতিক। যথাযথ পরিবেশে শিশুর সুষ্ঠু ও  সুন্দরভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে পারার অর্থই হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির পথে এক ধাপ অগ্রসর হওয়া। আজকের শিশুরাই পরবর্তীতে হবে এদেশের কর্ণধার।

গতকাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা আয়োজিত শিশু একাডেমী অডিটোরিয়ামে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী একথা বলেন। তিনি আরোও বলেন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শিশুদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে গুরুত্বপুর্ণ অংশ। বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিশুরা তাদের সৃজনশীলতা, মেধা ও যোগ্যতা প্রমানের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার সুযোগ লাভ করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌফিক ইমাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম।

 

Spread the love