শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা মেধা বৃদ্ধির মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে-দিনাজপুর জেলা প্রশাসক

Dinajpur-Sprotদিনাজপুর প্রতিনিধি : দেশের সার্বিক উন্নয়ন তথা দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে শিশুদের জন্য অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম প্রনয়ন ও বাস্তবায়ন করা জরুরী। এ পৃথিবীকে শিশু নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে এবং জাতি ধর্ম বর্ণ ধনী-গরীব নির্বিশেষে সকল শিশুর ভেতর লুকায়িত পুর্ণ সম্ভবনার দার উম্মোচন করতে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযাগিতার বিকল্প নাই।

গতকাল শনিবার দিনাজপুর বড় ময়দানে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী একথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌফিক ইমাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  সমেশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন। অনু্ষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।

Spread the love