শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে-পররাষ্ট্রমন্ত্রী

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, শিক্ষা বিকাশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সমন্বয় সাধন অতীব জরুরী। শিক্ষার্থীদের আধুনিক ও ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হচ্ছে। আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে নতুন স্বপ্নদ্রষ্টা হতে হবে। আগামী ৪ মাসের কম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) যুগ্মসচিব মহেশ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান রনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমদ্দিন গোলাপ সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহাব, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব, মো. সাইফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, দেড় সহ¯্রাধিক অভিভাবক ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ৭৯ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন, সাড়ে ১০ টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ৫ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন, উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবি সংগঠনকে ১ লাখ ২৫ হাজার টাকা অনুদান ও সমবায় অফিসের ব্যবস্থাপনায় ৩৪ লাখ টাকার ঋণের চেক, যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৪ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ ও পল্ল¬ী বিদ্যুৎ বিভাগের আওতায় ২৩০০ বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন।

Spread the love