শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ২৭ মার্চ থেকে চলছে জুঁই এমপির নিজ উদ্যেগে চাল বিতরণ

মোঃ লিটন হোসেন আকাশ ॥ ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনায় ২৭ মার্চ থেকে চলছে জুঁই এমপির নিজ উদ্যেগে প্রতিদিন দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ।

প্রতিদিনের ন্যায় ৫ এপ্রিল রবিবার মালদাহপট্রি দৈনিক উত্তর বাংলা কার্যালয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী,মাস্ক ও নগদ অর্থ বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এম পি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই। বিতরণ কালে তিনি বলেন, ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বজুড়েই একটা তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। তাই আমাদের আরো সর্তক থাকতে হবে, একমাত্র সর্তকতাই আমাদের বড় অস্ত্র। তাই নিজে এবং নিজের পরিবার-পরিজনকে সর্তক ও সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যাওয়া, বাহিরে গেলে বাড়িতে প্রবেশের পুর্বে সাবান বা হ্যান্ড ওয়াস দিয়ে ভালো করে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধৌত করে নিতে হবে। ছোট ছোট সচেতনতাই প্রাণঘাতী করোনা ভাইরাসের বিপক্ষে লড়াবে। তিনি আরো বলেন খাদ্য বান্ধব ও এম এস কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি  আটা সারাদেশে হত দরিদ্র পরিবারের খাদ্য শস্য বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলার সম্পাদক মোঃ মতিউর রহমান,সৌরভ ট্রেডার্সের স্বত্তাধীকারী মোঃ আশরাফ আলী ছুটু, সদর উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

Spread the love