শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে-হুইপ ইকবালুর রহিম

সাহেব, দিনাজপুর ॥ দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তথ্য প্রযুক্তির এ যুগে নতুন প্রজন্মকে মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে স্বাধীনতার চেতনায় উদ্ধুত করার আহবান জানিয়ে বলেন, ৩০ লক্ষ মা বোনের সম্ভ্রম হানী ও হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে রক্ষার দায়িত্ব নিতে হবে আমাদের। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে বিএনপি জামায়াত নতুন প্রজন্মদের শিক্ষায় এগুতে দিচ্ছিল না। অভিভাবকরাও হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। মাদকের ছোবলে পড়েছিল নতুন প্রজন্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে এদেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

১৮ ডিসেম্বর মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের চাদগঞ্জ এ এস এম দ্বি-মুখী হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি, শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাদগঞ্জ এ এস এম দ্বি-মুখী হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আজগার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রাকি, ১নং চেহেলগাজী ইউনিয়নের সভাপতি রায়হান শরিফ, সাধারন সম্পাদক কাশেম আলী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, চাদগঞ্জ এ এস এম দ্বি-মুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরী, ইউপি সদস্য জার্জিস সোহেল, সেন্টার কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক।

Spread the love