শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘প্রযুক্তির বিকাশ যত ঘটবে কর্মসংস্থান তত বাড়বে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্যপ্রযুক্তিকে জনসাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে অনেকাংশেই ডিজিটাল করে ফেলেছি। এখন শুধু প্রয়োজন দেশব্যাপী তথ্য প্রযুক্তির সম্প্রসারণ। তিনি বলেন, দেশকে ডিজিটাল করতে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি। প্রযুক্তি ব্যবহারে গ্রামের মানুষ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে দেশ। এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালে, বিনা খরচে বাংলাদেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতার জন্য তা করা যায়নি। এ কারণে অনেকটাই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এ সম্পর্কে তিনি বলেন, বিনামূল্যে সাবমেরিন ক্যাবল স্থাপনের সুযোগ অতীত সরকারের অজ্ঞতার কারণে করা যায়নি। ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আরও কি কি পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আর দেশ বরেণ্য তথ্য প্রযুক্তি বিদরা।

Spread the love