শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রযু্ক্তির বেড়াজাল ছেদ করে

প্রযু‌ক্তি‌র বেড়াজা‌লে এক সম‌য়ের জম‌পেশ অাড্ডাগু‌লো অাজ বিলু‌প্তির প‌থে। হাতে হা‌তে মোবাইল চ‌লে অাসার ফ‌লে কা‌ছাকা‌ছি অবস্থান কর‌লেও যেন কেউ কারও নয় এমনটাই প্রকাশ পায়।

দীর্ঘ ক‌য়েক বছর পর অাজ সেই মোবাইলগু‌লো‌কে হা‌তের বদ‌লে প‌কে‌টে ফে‌লে রে‌খে প্রায় ৩ ঘণ্টা অাড্ডা দিলাম ঠাকুরগাঁও ও‌ পঞ্চগ‌ড়ের বেশ ক‌য়েকজন সি‌নিয়র জু‌নিয়র।

অাড্ডার মধ্যম‌ণি ছি‌লেন শ্র‌দ্ধেয় শাহজাহান চাচা‌। উনার কা‌ছে অা‌গে থে‌কেই সময় নি‌য়ে রে‌খে‌ছিলাম। স‌ঙ্গে ছিলেন পঞ্চগড়ের সাংবা‌দিক সাজ্জাদ ভাই, ঠাকুরগাঁও‌য়ের ছাত্রদল নেতা স্বপন ভাই, বীরগ‌ঞ্জের জিয়া ভাই ও পঞ্চগ‌ড়ে বা‌ড়ি ঢাকায় থা‌কেন অ্যাড‌ভো‌কেট দোলন ভাই। প‌রে অা‌লোচনায় অান‌ন্দের মাত্রা বাড়া‌তে যোগ দেন ঠাকুরগাঁও সরকা‌রি বালক উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক সাবু স্যার।

দীর্ঘ এই অা‌লোচনার বিষয়বস্ত‌ু ছিল তরুণ প্রজ‌ন্মের পা‌রিবা‌রিক শিক্ষা, অাদব কায়দা ও মান‌বিক গুণাবলী। উম্মুক্ত অা‌লোচনায় সবার নিজ নিজ মন্তব্যগু‌লো ছিল বেশ শিখনীয়। অ‌নেক অনুষ্ঠা‌নে দে‌খে‌ছি অা‌লোচনা শেষ ক‌রে খাবারের অা‌য়োজন করা হয়। অামরা পেট ভ‌রে খে‌য়েই অা‌লোচনায় অংশ নি‌য়ে‌ছিলাম। এ কার‌ণে হয়‌তো কো‌নো ক্লা‌ন্তিই অামা‌দের দমা‌তে পা‌রে‌নি। শে‌ষে অা‌রেক দফা চা চক্র শেষ ক‌রে যে যার ম‌তো বা‌ড়ির প‌থে।

উক্ত অা‌লোচনা থে‌কে যে শিখলাম : অামা‌দের অ‌ভিভাবক‌দের উচিত সন্তান‌দের স‌ঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈ‌রি ক‌রে তা‌দের সময় দেয়া। তা‌দের পড়া‌লেখার সময় টি‌ভি বন্ধ রাখা। প‌রিবা‌রের সদস্য‌দের স‌ঙ্গে শিখনীয় বি‌ভিন্ন বিষয় নি‌য়ে অা‌লোচনা করা। সন্তান‌দের পা‌রিবা‌রিক শিক্ষায় সবার অা‌গে শি‌ক্ষিত করা।

প্রযু‌ক্তি থে‌কে বের হ‌য়ে মা‌ঝে ম‌ধ্যে বন্ধু‌সহ বি‌ভিন্ন শ্রে‌ণিপেশার মানু‌ষের স‌ঙ্গে অাড্ডা দেয়া। অাড্ডার ম‌ধ্যে অ‌নেক কিছু শেখার র‌য়ে‌ছে। অাবারও ধন্যবাদ শাহজাহান চাচা‌কে। অাড্ডা‌কে বেশ জ‌মা‌নোর জন্য।

 

লেখক- মো. মাহাবুর আলম সোহাগ

সাংবাদিক ও কলামিষ্ট।

Spread the love