শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে হাবিপ্রবি রেজিষ্ট্রার

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ নজিবুর রহমান বলেছেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে যথেষ্ট অবদান রাখবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা দ্বীনি কর্মকান্ডের পাশাপাশি আর্থ সামাজিক দায়িত্ব পালন করে যাবেন। যেহেতু ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা সেহেতু ইমাম সাহেবরাই পারেন অবক্ষয় মুক্ত সমাজ গড়তে। এ ধরনের প্রশিক্ষণের দ্বারা একজন ইমাম সাহেব সহিষ্ণুতা ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা বোধ ও জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্র তৈরীতে যুগোউপযোগী অবদান রাখবেন।

গতকাল সোমবার একাডেমিক নিজস্ব মিলনায়তনে ইমাম প্রশিক্ষণ একাডেমী ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর আয়োজিত নিয়মিত প্রশিক্ষণ কোর্সে ৮১৪তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মফিজার রহমান। নাতে রাসুল পরিবেশন করেন মাওঃ মোঃ সিরাজুল ইসলাম। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ মোঃ নজরুল ইসলাম, সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ শেখ মোঃ শহিদ সোহরাওয়ার্দী। প্রধান অতিথি হাবিপ্রবি’র রেজিষ্ট্রার মোঃ নজিবর রহমান ৯ জেলা হতে আগত ১০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসকা বক্স বিতরণ করেন।

 

Spread the love