শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণ : নিহত ৫ আহত ১৪

Pic-Sadবুধবার দুপুর ১২টায় সেনাবাহিনীর শীতকালীন

মহড়া চলাকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়

ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনাক্রমে মর্টার শেল

বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন

আরো ১৪ সদস্য।

নিহতদের মধ্যে ৩ জন বর্ডার গার্ড বাংলাদেশ

(বিজিবি) ও ২ সেনা সদস্য রয়েছেন। নিহত ৩

বিজিবি সদস্য হলেন- মোহম্মদ আলী, আবু

সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ। ২ সেনা

সদস্য হলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুর

(৩৫) ও জুনিয়র ননকমিশন অফিসার পারভেজ

(৪৬)।

এ ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে

তাৎক্ষণিকভাবে হেলিকাপ্টারে করে ঢাকা

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)

আনা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

ফজলুল কবির জানান, ঘাটাইল উপজেলার

সন্ধানপুর ইউনিয়নের মাইটার চালা চকে

শীতকালীন প্র্রশিক্ষণ চলছিল। দুপুরে প্রশিক্ষণের

সময় ফায়ার করতে গেলে হঠাৎই একটি মর্টার

শেল বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ২ সেনা ও

৩ বিজিবি সদস্য মারা যান।

 নিহত ২ সেনা ও ৩ বিজিবি সদস্যদের

পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা করে

দেয়ার ঘোষণা দিয়েছে বিজিবি। আজ বিকাল

পৌনে ৫টার দিকে বিজিবির মহাপরিচালক

মেজর জেনারেল আজিজ আহম্মেদ টাঙ্গাইলের

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার সিএমএইচে

আহতদের খোঁজ-খবর নেয়ার পর

তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।

বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ

আজিজ আরো বলেন, নিহত সকলকে রাজধানীর

সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে

পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাদের

মৃতদেহ ময়নাতদন্ত এবং কিছু দাফতরিক কাজ

শেষে আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে। এরপর

স্বজনদের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা

হবে। কি কারণে বিস্ফোরণ ঘটলো তাও খতিয়ে

দেখা হবে।

 

Spread the love