শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসের প্রমাণ পেলেই পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের সাথে জড়িতদের কোনোভাবেই রেহাই দেয়া হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সারাদেশে সে দিনের পরীক্ষা বাতিল করা হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পরির্দশনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেণ, প্রশ্নফাঁস ঠেকাতে মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব তা সবই আমরা করে যাচ্ছি। আমরা আশা করছি এবার আর কোনোভাবেই প্রশ্নফাঁস হবে না।

নাহিদ বলেন, এ বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা কাজ করছে। সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

শিক্ষক-অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ প্রশ্ন কেনাবেচার মধ্যে জড়িত হবেন না। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে চাই। যদি প্রশ্নপত্রের মতো দেখতে এমন কিছু আদান-প্রদান করা হয়, তবে সেও প্রশ্নফাঁসের অপরাধে সাজাপ্রাপ্ত হবেন।

সারাদেশে আজ সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন।

সারাদেশে এসএসসি পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আজ লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে।

Spread the love