শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৫৪ হাজার শিক্ষার্থী

pic-Ed-bpপ্রাথমিক বৃত্তি ২০১৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে এবার বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী।এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩২ হাজার ৪৩৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে।  গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ১৫০ টাকা করে পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে বৃত্তির ফল জানা যাবে।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন।

Spread the love