শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রিয় দিনাজপুর।

প্রিয় দিনাজপুর। হৃদয়ে দিনাজপুর। আমার দিনাজপুর। নিজের জন্মভূমির চাইতে অধিক চেনা এখানকার মাটি আর মানুষকে। এ যেন নিজের আত্মার কাছাকাছি। ভালবেসেছি তাকে। ফারাক ছিল না তাতে। দায়িত্ব পালনের জন্য আসা এ মাটি জল যেন নিজের মত হয়ে উঠে। দিনাজপুর সদর উপজেলায় এ যাবৎ সবচেয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন। জানি না আমার দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। ব্যর্থতা আমার আমার সীমাবদ্ধতার। তবে পারি বা না পারি চেষ্টার ত্রুটি ছিল না। আমার এ দীর্ঘ পথচলায় যার আর্শিবাদের হাতটি আমায় সাহস জুগিয়েছে, প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে যিনি আত্মার বাঁধনে প্রতিথ, আপন ছোট ভাইয়ের মত যার স্নেহ ও মমতায় এ পথচলা, যাকে কখনো ভোলা যায়না, বিচ্ছেদ ঘটানো যায়না, যার নিকট ঋণী, কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ সেই মহান ব্যাক্তিত্ব জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ। পিতৃতুল্য স্নেহ ও আর্শিবাদ পেয়েছি বিভাগীয় কমিশনার জনাব কাজী হাসান আহমদ স্যারের কাজ থেকে। শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম স্যারের উদার ও নিখাত বন্ধনে এবং জেলা প্রশাসনের সবসময় আস্থা ও বিশ্বাস আমার এ দীর্ঘ পথচলার প্রধান অবলম্বন। আপন বড় ভাইয়ের মত যাকে পেছেছি প্রতি মুহূর্তে, বড় ভাই এমদাদ সরকার। সবসময় যিনি পাশে এসে দাঁড়িয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, বিপদের বন্ধু, কৃতজ্ঞতা প্রকাশের সীমা নেই শ্রদ্ধ্রেয় বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন দাদা। আনোয়ার ভাই, চিত্ত দাদা, আবু ইবনে রজব, পলাশ, রাজু ভাই, সহ সব পর্যায়ের নেতাকর্মীরা যারা সব সময় সহযোগিতায় আমার এ কর্মকাল। আমি ঋণী তাদের নিকট। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর দাদা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা আমাকে আকন্ঠ সমর্থন দিয়ে সমর্থন জুগিয়েছেন।আমরা নিজ পরিবারের মত ছিলাম উপজেলার সব অফিসারগণ। এমন কোন ফাঁক ছিল না কাজে বা ভালবাসায়। যেন টোটাল কাপ খেলার মত একযোগে এগিয়েছিলাম সবাই।আমরা সবাই সাজাতে চেয়েছি প্রিয় দিনাজপুরকে। ৩৩৪ বর্গকিলোমিটারের প্রতিটি গ্রাম, পাড়া আমার চেনা। এদের চোখের চাহনি, সরলতা আর মনের ভাষা সহজে অনুভব করা যায়। জানিনা কতটুকু পেরেছি তাদের জন্য। তবে ব্যর্থতার দায় আমার। আমার কোন কর্মে, আচরণে যারা আহত তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি। যা করেছি বা করার চেষ্টা করেছি তার বিবেচনার ভার বিবেকের। সততা আর নিষ্ঠা দিয়ে হয়তো অনেক কিছু করতে পারিনি কিন্তু পেয়েছি এক সাগর ভালবাসা। কাজে হয়তো খাত ছিল কিন্তু মানুৃষের ভালবাসায় তা নেই। মনে হয় এত অল্পে এত প্রাপ্তি। রবী ঠাকরের ভাষায়” তোমারে যা দিয়েছিনু সে তোমারে দান, গ্রহণ করেছ যত,ঋণী তত করেছ আমায়, এ বন্ধু বিদায়।”

 

লেখক-মো. আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর

Spread the love