শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে নীলফামারীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

জাকির হোসেন,  নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে শামীম ইসলাম (১৮) নামের এক শিক্ষার্থী। গত শুক্রবার রাত ১০টার দিক জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরণীবাড়ি রেল স্টেশনে ওই খুনের ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে ৪ জুলাই শনিবার বিকাল সাড়ে ৪টায় লাশ হস্তান্তর করা হয়েছে এবং সৈয়দপুর রেলওয়ে থানায় নিহত শামীমের বন্ধু রবিউল ইসলাম বাবু (১৮) কে  আসামী করে মামলার প্রস্তুতি চলছে। এক প্রেমিকাকে নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী ও শামীমের পরিবারের দাবি।খুনের শিকার শামীম পলাশবাড়ি ইউনিয়নের তরণীবাড়ি মাদ্রাসা পাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। সে এবার তরণীবাড়ি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। আর রবিউল ইসলাম বাবু একই গ্রামের শুকুর আলীর ছেলে। সে অষ্টম শ্রেণীত পড়া শেষে তরণীবাড়ি বাজারে তার বাবার সঙ্গে হােটেল ব্যবসায় জড়িত।শামীমের অপর বন্ধু একই ইউনিয়নের তরণীবাড়ি বাবুপাড়া গ্রামের সানাউল হোসাইন (১৮) বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তরণীবাড়ি বাজারে বসে শামীমসহ কথা বলছিলাম। এসময় রবিউল ইসলাম বাবু সেখানে এসে শামীমকে রেল স্টেশনের দিকে ডেকে নেয়। আমি তাদের পিছু নিয়ে সেখান পৌছতেই বাবু চলে যায়। এরপর কিছু বুঝে উঠার আগেই ‘বাবু আমাকে খুন করলো’ বলেই শামীম স্টেশনের প্লাটফরমে পড়ে যায়। তার বুকের নীচে থেকে রক্ত ঝড়তে দেখে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন’।সানাউল জানায়, শামীমের প্রেমিকাকে নিয়ে বাবুর সঙ্গে দ্বন্দ্ব ছিল। তার (শামীমর) প্রেমিকার সঙ্গে দুই বছর আগে প্রেম থাকার দাবি করে আসছিল বাবু। ওই দ্বন্দ্বের জেরে খুনের ঘটনাটি ঘটেছে। বাজারে কথা বলার সময়ও শামীম ওই দ্বন্দ্বের কথা উল্লেখ করেছিল।শামীমের বড়ভাই নূর আমীন (২৫) বলেন, “আমার ভাইকে খুনের পর বাবু আমাকে ফোনে বলে ‘ তোর ভাইয়ের লাশ প্লাটফরমে পড়ে আছে এসে নিয়ে যা’। আমি দ্রুত স্টেশন ঘরের সামনে গিয়ে প্লাটফরমে আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে উপস্থিত এলাকাবাসীর সহযােগিতায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। বাবুকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুডি নিচ্ছি”।এলাকাবাসী জানায়, সানাউলের চিৎকারে এগিয়ে এসে ওই খুনের ঘটনা দেখতে পাওয়া যায়। অচতেন অবস্থায় তাকে নীলফামারী জেনারল হাসপাতালে নেয়া হয়।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রেল স্টেশন এলাকায় ঘটনাটি ঘটায় আমরা সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশকে খবর দিয়েছি। সেখানে মামলা দায়ের হবে। জিজ্ঞাসাবাদের জন্য শামীমের বন্ধু সানাউল হোসাইনকে থানায় আনা হয়েছে’।শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী মন্ডল বলেন, ‘এঘটনায় মামলা দায়রের প্রস্তুতি চলছে’।

Spread the love