বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফরিদা পারভীনের ফুসফুসের ৫০ শতাংশ আক্রান্ত

করোনায় আক্রান্ত মা ফরিদা পারভীনের জন্য চিন্তিত ছেলে ইমাম জাফর নোমানী। মায়ের জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয় গত ৮ এপ্রিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ কয়দিন বাসাতে চিকিৎসা নিলেও আজ দুপুরে তাকে  ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছেলে ইমাম জাফর নোমানী বলেন, ‘আমার আম্মা এই কয়েকদিন বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু, সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে৷ ডাক্তারের বিশেষ পরামর্শে খুব দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার সুস্থতার জন্য দোয়া করবেন।’ ফরিদা পারভীন লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন৷ ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

Spread the love