শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফাজিলপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : ফাজিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শাহ্ বলেছেন বাল্য বিবাহ প্রতিরোধ করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়নের প্রধান বাধাই হলো বাল্য বিবাহ। বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে সর্বস্তরের মানুষকে সচেতন বৃদ্ধি সহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টায় বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

গতকাল সোমবার দিনাজপুর সদর উপজেলা ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত এবং এসইউপিকে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টারশীপ গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় ৩নং ফাজিলপুর ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে পরিকল্পনা কর্মশালায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন, প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসইউপিকের টেনিক্যাল অফিসার মোঃ শরিফুল ইসলাম শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজমিন বেগম, রমানাথ রায়, কাজী মোঃ আবুল বাশার, জেএসকেএস এর রোকেয়া বেগম, মোঃ ধনিমুজ্জামান শাহ্, সিডিসি’র শৈলেন চন্দ্র রায়, মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ্ব সৈয়দ আব্দুস কুদ্দুস, ইউনিয়ন আনসার ভিডিপি’র কমান্ডার আব্দুল হামিদ, উপ-মেডিকেল অফিসার তোজাম্মেল হোসেনসহ স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসইউপিকে’র খায়রুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপি সচিব এ কে এম হাসান নূর জামান। সভায় এলাকার যুবনারী ফোরামের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষ্যে একটি পরিকল্পনা রুটিন তৈরী করা হয়।

Spread the love