শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফিরোজা বেগম স্মরণে দিনাজপুর নবরূপীর শোক সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : পরম নিষ্ঠা, আন্তরিকতা আর সগ্রামের মধ্য দিয়ে নজরুল গীতিকে যিনি নজরুল সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন , জাতীর সত্ত্বাকে উদ্দীপ্ত করেছেন, সেই মহীয়সী মানুষ ফিরোজা বেগম আগনতি মানুষের শোক, শ্রদ্ধা ভালোবাসা আর অশ্রুর মাঝে তিরোহিত হলেন গত ৯ সেপ্টেম্বর। দেশে-বিদেশে ৩৮০টি একক অনুষ্ঠানে গান গেয়েছেন ফিরোজা বেগম। এই কিংবদন্তী সঙ্গীতজ্ঞের মহাপ্রয়াণে আমরাও শোকাহত, ব্যথিত।

১৭ সেপ্টেম্বর বুধবার রাতে দিনাজপুরের সংস্কৃতিক সংগঠন নবরূপী আয়োজিত সঙ্গীতজ্ঞ ফিরোজ বেগম স্মরনে শোক ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক শাহাজাহান শাহ্। শোক ও স্মরণ সভায় বক্তব্য রাখেন নবরূপীর সুরবানী শিক্ষাকেন্দ্রর অধ্যক্ষ ওস্তাদ সাইমুদ আলী খান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহাম্মদ শহিদুল­াহ, নবরূপীর কার্যকরী পরিষদের সদস্য তাহমিদ আহমেদ, মেহেরুল­াহ বাদলসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন নবরূপীর দপ্তর সম্পাদক মানস ভট্টচার্য্য। শোক ও স্মারণ সভায় কিংবদন্তী ফিরোজ বেগমের স্মরণে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ডাঃ শহিদুল ইসলাম খান, হাসান আলী শাহ্, রেখা সাহা, নিজমউদ্দিন রয়েল, শফিকুল ইসলাম বকুল, মাসুদ করিম আজাদ শিশির প্রমুখ। তবলায় সহযোগিতা করেন কামাল, শরিফুল আলম বাচ্চু, শরিফ আহমেদ, নোটন সরকর ও রাকিব হাসান রানা।

 

Spread the love