মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটসাল ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, বিলুপ্ত হয়ে যাওয়া গ্রাম গঞ্জের এককালের জনপ্রীয় ফুটবল খেলাকে জাগ্রত করতে হবে। যুব সমাজকে ভালো রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। খেলাধূলা মনকে ও শরীরকে সতেজ করে। খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

নিমনগর যুব সমাজ আয়োজিত দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর চূড়ান্ত খেলায় পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। চাঁদের হাট সমিতির সহ-সাধারণ সম্পাদক মতিবুর রহমান বিপ্লব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদের হাট সমিতির সভাপতি শাহ রেজাউর রহমান হিরু, পৌরসভার ২নং প্যানেল মেয়র মোঃ রেহাতুল ইসলাম খোকা, পৌর কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ মনছুর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মোঃ সুলভ। ফুটসাল ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অশংগ্রহণ করে। চূড়ান্ত খেলায় উপশহর আমিন স্পোর্টস ৪ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় এবং নিমনগর  যুব সংখ্য বালুবাড়ী একটি গোল দিয়ে রানার্স আপন হয়। খেলারধারা বর্ণনা করেন মোঃ রফিক। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

Spread the love