শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আবারও শুরু হয়েছে তীব্র শৈত প্রবাহ।

শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আবারও তীব্র শৈত প্রবাহ শুরু হয়েছে দিনাজপুরের ফুলবাড়ীতে। গত ৩ দিন থেকে সূর্য্যের আলো দেখা যায়নি এই অঞ্চলে। যানবাহনগুলো চলছে হেড লাইট জ্বালিয়ে । ঘন কুয়াশা আর শীতল হাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন থেকে শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

এদিকে শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। বিশেষ কোন কাজ না থাকলে ঘরের বাহিরে কেউ বের হচ্ছেন না। বিপদগ্রস্থ হয়ে পড়েছেন কর্মজীবী ও শ্রমজীবী মানুষেরা, তারা জীবিকার দায়ে বের হলেও তেমন কোন কর্ম পাচ্ছেন না। রিক্সা চালকদের শহরের মোড়ে মোড়ে যাত্রীর জন্য দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে। রিক্সা চালকেরা বলেন, শহরে শীতের কারণে লোক জনের উপস্থিতি কম হওয়ায় তারা কাঙ্খিত যাত্রী পাচ্ছেন না। এ জন্য অচল হয়ে পড়েছে তাদের জীবন জীবিকা।

Spread the love