শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মসজিদের জমির ভূট্টা ভূমিদস্যু কর্তৃক কর্তন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিন্দুরহাটা গ্রামে মসজিদের জমিতে লাগানো লক্ষাধিক টাকার ভূট্টা ক্ষেত ভূমিদস্যু কর্তক কর্তন। থানায় অভিযোগ। ফুলবাড়ী উপজেলার রাংগামাটি গ্রামের মো: জান্নার উদ্দিন এর পুত্র মো: গোলাম মোস্তফার এক লিখিত অভিযোগে জানা যায় সিন্দুরহাটা গ্রামের দাগ নং-২০৪, বর্তমান মাট পচ্ছা-২৭৮, খতিয়ান নং-২৩ এর মধ্যে ১.৪৬ শতক জমি রাজারামপুর গ্রামের মো: আমির উদ্দিন চৌধুরী গং ১২/০২/১৯৪১ইং সালে রাজারামপুর জামে মসজিদের নামে দান করে দেন। সেই জমি রাজারামপুর গ্রামের মো: জান্নার উদ্দিনের পুত্র মো: গোলাম মোস্তফা দীর্ঘ ২৫ বছর ধরে চাষাবাদ করে আসছেন। গত রবিবার ১৬ মার্চ গভীর রাত্রীতে এলাকার কে বা কাহারা উক্ত মসজিদের জমিতে লাগানো ভূট্টা ক্ষেত কর্তন করে। এতে প্রায় আদিয়ারের লক্ষাধিক টাকার ক্ষতি হয়। উল্লেখ্য যে, ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের সামছুল মন্ডল (ভেন্ডার) ২০০২ সালে ভুয়া জাল দলিল তৈরী করে ঐ জমির মালিক দাবী করেন। উক্ত ব্যক্তি গত ১৬ মার্চ সকালে তার জমি দেখতে আসেন। এলাকাবাসী ও আদিয়ার মো: গোলাম মোস্তফা ধারনা করছে তারায় ঐ জমিতে লাগানো ভূট্টা ক্ষেত কেটে তছ-নছ করেছে। এ ব্যাপারে মো: গোলাম মোস্তফা ফুলবাড়ী থানায় মামলার দায়েরের প্রস্ত্ততি নিয়েছেন। অপর দিকে এ ঘটনা ঘটার ব্যাপারে উপজেলার আলাদীপুর ইউ‘পির চেয়ারম্যান মো: আইয়ুব আলীর সাথে গতকাল সোমবার কথা বললে, তিনি জানান ভূট্টার ক্ষেত যেই নষ্ট করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানান গভীর রাত্রীতে কতিপয় লোকজন এসে ভূট্টার ক্ষেত কেটে দিয়ে চলে যান। তাদেরকে আমরা চিনি না। মো: গোলাম মোস্তফা বলেন আমি ন্যায় বিচারের দাবীতে ও ক্ষতিপূরণের জন্য থানায় মামলা দায়ের করছি। কারণ এই জমি সামছুল মন্ডলের নয়। তিনি জাল দলিল তৈরী করে জমির মালিক হতে চান।

Spread the love