মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শিশু বান্ধব কমিউনিটি ক্লিনিক তৈরীতে উপকরণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত সোমবার ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপির উদ্যোগে এডিপি অফিস রুমে শিশু বান্ধব কমিউনিটি ক্লিনিক তৈরীতে ১৩টি কমিউনিটি ক্লিনিকের মাঝে ১০টি করে চেয়ার, ০২টি করে টেবিল এবং ২টি করে সিলিং ফ্যান বিনামূল্যে বিতরণ করা হয়েছে৷

এ উপলক্ষ্যে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে, ফুলবাড়ী এডিপির ম্যানেজার পবিত্র বি কস্তার সভাপতিত্বে, অনূষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফুলবাড়ী হেলথ্‌ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ ফজলুর রহমান ৷ বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রোগ্রাম অফিসার মিঃ বাদল সাংমা, হেলথ প্রোগ্রাম অর্গানাইজার মিসেস কানন বাড়ৈ সহ প্রমূখ৷
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষত্ব শিশু বান্ধব ক্লিনিক তৈরীর ক্ষেত্রে উপকরণ গুলো খুবই কার্যকরী হবে৷ বক্তারা উপকরণ গুলোর, রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্বরোপ করেন৷

সহায়তা প্রাপ্ত কমিউনিটি ক্লিনিক গুলো হচ্ছে, বেতদিঘী ইউনিয়নের শংকরপুর কমিউনিটি ক্লিনিক, সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক, নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক ও নন্দীগ্রাম কমিউনিটি ক্লিনিক৷ কাজিহাল ইউনিয়নের পুখুরী কমিউনিটি ক্লিনিক, রশিদপুর কমিউনিটি ক্লিনিক ও দাদুল কমিউনিটি ক্লিনিক৷ এলুয়ারী ইউনিয়নের পানিকাটা কমিউনিটি ক্লিনিক, সোলাকুরী কমিউনিটি ক্লিনিক ও পারবতীপুর কমিউনিটি ক্লিনিক এবং আলাদীপুর ইউনিয়নের আলাদীপুর কমিউনিটি ক্লিনিক, সেনোরা কমিউনিটি ক্লিনিক ‌ও রাঙ্গামাটি কমিউনিটি ক্লিনিক৷
উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক সমূহের সভাপতি, সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) এবং সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ মোট ৪০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করে৷

Spread the love