শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়া বাম্পার ফলন হলেও, হাসি নেই কৃষকের মুখে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গত কয়েক দিন থেকে শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়া৷ মাঠে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে ধানের বাজার মুল্য ৷ প্রতিবস্তা(৮২ কেজি) ধান মাত্র ৬শ টাকাও বিক্রি হচ্ছে না৷ ফলে বাম্পার ফলন হলেও উত্পাদনের খরচ উঠচ্ছে না কৃষকের ঘরে৷ কোন কোন কৃষক অভিযোগ করে বলেন, মাঠের অর্ধেক ধান চলে যাচ্ছে ধান কাটা মজুরদের হাজিরা দিতেই৷

গত শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছ, ধান কাটা-মাড়া কাজে ব্যস্— কৃষক৷ উপজেলার পুখুরী গ্রামের কৃষক আব্দুল গফুর মন্ডল জানায় বোর ধান চাষ করতে একর প্রতি খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা, ফলনও হয়েছে বাম্পার, একর প্রতি ৭০ থেকে ৮০ মণ (৪০ কেজিতে ১মণ) ৷ কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৩শ টাকা মণ দরে তাও আবার কেনার লোক নেই৷ যার ফলে কৃষকরা ক্ষাম্পার ফলন ফলানোর পরেও উত্পাদনের খরচ ঘরে তুলতে পারছেনা৷ একই কথা বলেন মালঞ্চার গ্রামের সাহেদ আলী, বাসুদেবপুর গ্রামের ওয়াজেদ আলী৷

এদিকে বোরো ধান শুকানো নিয়ে ব্যস্— মহেশপুর গ্রামের আফছার আলী, তিনি বলেন ধান আর চাষ করা যাবে না ক্ষেতের ধানের অর্ধেক চলে যাচ্ছে, ধান কাটার মজুরদের হাজিরা দিতে তিনি জানান, এক একর জমিতে ধান হয়েছে ৭০ মন বা ৩৫ বস্তা যার বাজারে দাম মাত্র ২০ হাজার টাকা কিন্তু এক একর জমির ধান কাটা মাড়া করতে মজুরের হাজিরা দিতে হচ্ছে ৮ হাজার টাকা৷

এছাড়া এতদিনের শ্রম খরচতো আছে৷ তাহলে শুধু ধান চাষ করে টাকা লোকশান করার দরকার কি? একই কথা বলেন বারকোনা গ্রামের মৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, তিনি বলেন আমাদের দেশ কৃষি নির্ভরশীল দেশ৷ কিন্তু আজো কৃষকদের রক্ষা করার কোন পদক্ষেপ নেয়নি কোন সরকার৷ এই কৃষকদের রক্ষা করতে না পারলে এক সময় কৃষক শ্রেনী ধবংশ হয়ে যাবে৷

ফুলবাড়ীর অটো রাইচ মিল মালিক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, বোরো ধান কাটা মাড়ার ভরা মৌসুমে পার্শ্ববতী রাষ্ট্র ভারত থেকে চাউল আমদানী করার কারণে দেশি চাউলের বাজারে ধস নেমেছে৷ এতে করে শুধুু মিল মালিকেরা ব্যবসায় লোকশান খাচ্ছে না, কৃষক শ্রেনীয় ধবংশ হয়ে যাচ্ছে৷

Spread the love