শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে হঠাৎ বেড়েছে বেগুনের দাম

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামাঞ্চলে শাক-সবজির ব্যাপক চাষাবাদ হলেও রমজানে হাট বাজারে হঠাৎ বেড়েছে বেগুনের দাম।

সবজি বিক্রেতারা বলেন, রমজান শুরুর আগে ফুলবাড়ীতে হাট বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায় । রমজান শুরুর পর সেই বেগুনের দাম হঠাৎ বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে উঠেছে।

ইফতার সামগ্রি বিক্রেতা ফয়সাল জানান,রমজান মাসে ইফতার সামগ্রির মধ্যে অন্যতম  বেগুনের চপ বা বেগুনি,এটি তৈরিতে আবশ্যকীয় সবজি বেগুন। এ কারনেই রমজান মাসে বেগুনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সবজি দোকানীরা বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে।

ফুলবাড়ী কাাঁচা বাজারের সবজি বিক্রেতা শাহাজামাল বলেন,রমজান মাসে ইফতারীর জন্য বেগুনের চপ তৈরীর পাশাপাশী এই এলাকার বেগুন রাজধানীসহ অন্যান্য জেলায় চালানের কারণে বেগুনের দাম অনেকটা বেড়ে গেছে। এদিকে ক্রেতারা বলছেন,একেতো অর্থ সংকটের মধ্যদিয়ে করোনায় লকডাউনের মধ্যে রমজান পালন করতে হিমসিম খেতে হচ্ছে, তার উপর বাজারে নিত্য পন্যের দাম বাড়লে কদিন পরে চলা মুশকিল হয়ে যাবে। এজন্য তারা স্থানীয় প্রশাসনের নিকট বাজার তদারকির আনুরোধ জানিয়েছেন।

Spread the love