শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীর রুদ্রাণী বাজারে সংবর্ধনা ও শুভ উদ্বোধন

মোঃ নুর ইসলাম ॥ সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, মনোজগতে পরিবর্তন আনলে সমাজ বদলে যাবে। মাথার উপর বৈদ্যুতিক আলো জ্বালিয়ে নয়, হৃদয়ের আলো জ্বালাতে পারলেই সমাজ পরিবর্তন হবে। বর্তমান সময়ে যার জ্ঞান বেশী, সে সবচেয়ে ধনী। প্রচুর ধন-সম্পদ থাকলেও জ্ঞান না থাকলে কোন কিছুই জয় করা সম্ভব না। আধুনিক তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের সবকিছু জয় করতে হবে। আর বাঙালীরা এটা পারবে। কারণ বাঙালীরা ২৪ ঘন্টা কাজ করার সুযোগ পায় এবং অল্প টাকার শ্রম দেয়। ফলে বাঙালীর সাথে আগামী দিনে কেউ পারবে না। বর্তমানে এশিয়ার ৪-৫টি দেশের মধ্যেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে। আগামীতে এদেশ বিশ্বের এক নম্বর দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেই এমনটা হয়েছে। তাঁর “গ্রাম হবে শহর” ঘোষনা আজ বাস্তবে রূপ নিয়েছে। শহরের সাথে গ্রামের আগে যে পার্থক্য ছিল। এখন তা নেই। বিদ্যুৎ, ইট, কাঠ, পাথর, পাকা রাস্তার মাঝেই শহর বলে পরিচিত। এখন গ্রামেও একই চিত্র। কোন পার্থক্য নেই। এখন বিদ্যুৎ, পাকা রাস্তা, পাকা বিল্ডিংসহ শহরের সব সুযোগ সুবিধা প্রত্যেক গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। তাই আমাদের এখন সচেতন হতে হবে। আমাদের সন্তানেরা স্কুল, মাদ্রাসা কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয় যেখানেই পড়–ক। তাকে কাজে লাগাতে হবে। মোটরসাইকেল কিনে দিলে হবে না। বরং অনলাইন ব্যবসাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দেশের কাজে লাগাতে হবে। মূলকথা মগজটা, চিন্তা-চেতনাটা পরিবর্তন করতে হবে। আজ থেকে কাজ শুরু করলে আগামী ৫-৮ বছর পর দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে।

২২ এপ্রিল সোমবার দিনাজপুর ফুলবাড়ী উপজেলার রুদ্রাণী বাজারে রুদ্রানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সংবর্ধনা ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কৃষকের স্বপ্ন এগ্রি বিজনেস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও মোস্তাফিজুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট কমিটির সহযোগিতায় রুদ্রানী বাজার দারুল উলুম হাফিজিয়া ক্বাওমী মাদ্রাসা আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুদ্রানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, রুদ্রানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান হোসেন, কৃষকের স্বপ্ন এগ্রি বিজনেসের মহা-পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক চৌধুরী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স’র সহকারি এরিয়া ইনচার্জ খাদেমুল ইসলাম চৌধুরী রানা, সাপ্তাহিক কর্মসন্ধান’র সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ফিজার ফাউন্ডেশন ও মোস্তাফিজুর রহমান সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা রেজিনা রহমান, ফিজার ফাউন্ডেশন ও মোস্তাফিজুর রহমান সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ফারজানা রহমান শিমলা, মেসার্স হুমায়ুন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমান, কৃষকের স্বপ্ন এগ্রি বিজনেসের রাকিবুল ইসলাম চৌধুরী, রুদ্রানী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইসলাম উদ্দীন মন্ডল, রুদ্রানী বাজার দারুল উলুম হাফিজিয়া ক্বাওমী মাদ্রাসার সভাপতি আবু তাহের চৌধুরী। পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন, কৃষকের স্বপ্ন এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান সোহেল। স্বাগত বক্তব্যে তিনি বলেন, আমরা আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর ঘোষনা “গ্রাম হবে শহর” এটিকে বাস্তবে রূপ দিতে চাই। সেজন্য কাজ করছি। কাজ না করলে তো এমনি এমনিই তা হয়ে যাবে না। তাই আমাদের এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। উৎসাহ দিয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ক্বাওমী মাদ্রাসা বোর্ডের অধীনে রুদ্রানী বাজার দারুল উলুম হাফিজিয়া ক্বাওমী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় মাদ্রাসার ক্ষুদে শিক্ষাথীরা।

এদিকে অনুষ্ঠানের শেষ প্রান্তে ২০০০ ব্যাচের শিক্ষার্থী ফিজার ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান ফারজানা রহমান শিমলাকে ২০০০ ব্যাচের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। ব্যাচের অন্যতম সদস্য আহাদ আল মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় ফুল দিয়ে সংবর্ধনা জানান, ব্যাচের অন্য সদস্য আসাদুজ্জামান সোহেল, আব্দুস সোবহান, আরিফুল আক্তার, শোয়েব, মিথুন মজুমদার প্রমূখ।

Spread the love