শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক প্রায় সাড়ে তিন কোটি টাকার মাদক ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৩ কোটি ২৯ লক্ষ্য ৪৯ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ২৯ বিজিবি। ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে রবিবার সকাল ১১টায় স্থানীয় প্রশাষন, জন প্রতিনিধি ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ২২ হাজার ৪ শত ৫৪ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রোলারের মাধ্যমে গুড়িয়ে দিয়ে ধংস করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস এম রেজাউর রহমান (পিএসসি) এর সভাপতিত্বে মাদকদ্রব্য ধংস অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা মুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো:আনিসুর রহমান (পিএসসি)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী (সার্কেল) রফিকুল ইসলাম, দিনাজপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এএসএম রবিউল হাসান, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর (পরিদর্শক) গোলাম রাব্বানী, ৪২বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নন খান, ২০বিজিবির অধিনায়ক লে:কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক(এসি), ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব প্রমুখ।

বিজিবি সুত্রে জানা গেছে, ফুলবাড়ী ২৯ বিজিবির সদস্যরা তাদের চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত এলাকায় জীবনের ঝুকি নিয়ে অত্যন্ত প্রতিকুল প্ররিবেশে অভিযান চালিয়ে গত ১ এপ্রিল ২০১৬ থেকে ১৭সালের ৩১ডিসেম্বর পর্যন্ত দেড় বছরে মাদক জব্দ করেছে। বাইস হাজার ৪ শত ৫৪ বোতল ফেনসিডিল, আটশত ৪২ বোতল বিদেশি মদ, ছয়শত ৬০ লিটার দেশি মদ, উনিশ হাজার ১শত ৭৮পিছ নেশা জাতীয় ইঞ্জেকশন, ৮৫টি বিয়ার ক্যান, আঠারো হাজার ২শত ৩০ কেজি গাঁজা, ৮৫ কেজি মদ তৈরির বড়ি, এক লক্ষ্য আঠারো হাজার ৪শত ৩১পিছ বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট, ৩৯পিছ ইয়াবা ট্যাবলেট, উনিশ হাজার ৮ শত ৫৩ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ, একশত ৬৪ প্যাকেট বিদেশী মদ জুস আটক করে ধংস করা হয়। বাজার মূল্য অনুযায়ী ধংসকৃত মাদকের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে তিন কোটি ২৯ লক্ষ্য ৪৯ হাজার টাকা ।

Spread the love