মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব। পুরো ম্যাচ দাপুটে ফুটবল খেলে প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে তারা।   প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে খেলার টার্গেট নিয়ে মাঠে নাম সাইফ স্পোর্টিং। ৮ মিনিটের মাথায় লিড। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সাইফকে এগিয়ে নেন অ্যামানুয়েল। ১৬ মিনিটেই সুযোগ ছিল ব্যবধান দ্বিগুন হওয়ার। গোলবার বাধায় সফল হয়নি সেটা। ২১ মিনিটে দূরপাল্লার শট নিয়েছিলেন সাইফের উজবেকিস্তান মিডফিল্ডার সিরাজুদ্দীন। যদিও দেখা পায়নি জালের। ২৯ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ ছিল চট্টগ্রাম আবাহনীর। সুযোগ কাজে লাগাতে পারেননি মিডফিল্ডার রাকিব হোসেন। মিস না হলে বিরতির আগে ৪৪ মিনিটে টপ স্কোরার ক্যানেথ এগিয়ে যেতে পারতেন। আরো  কাউন্টার অ্যাটাকে চট্টগ্রাম আবাহনী। বিরতির পরও সাইফের আধিপত্য। ৫০ মিনিটে ক্যানেথের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেননি আরিফুর রহমান। ৭২ মিনিটে  সাইফকে আর নিরাশ করেননি আসরের সর্বোচ্চ গোলদাতা ক্যানেথ। আরিফুলের ক্রস থেকে দলকে দ্বিতীয়বার উল্লাশে মাতান এই নাইজেরিয়ান। ৭৬ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হতশ্রী দশা আরও বাড়ে অধিনায়ক দিদিয়ের লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। শেষ মুহূতে সাইফের হয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন আরাফাত। প্রথমবার আসরের ফাইনালে সাইফ।

Spread the love