শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে একটি জিরা বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়েছে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে এই বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর এ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম দিন জিরা ও পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।

Spread the love