বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেসবুকে আর হবে না লুকোচুরি!

ফেসবুকের সার্চ থেকে নিজেকে লুকিয়ে রাখার কোনো পথ খোলা রাখবে না ফেসবুক কর্তৃপক্ষ। এত দিন প্রাইভেসি ফিচারের মাধ্যমে ফেসবুক সার্চ থেকে নিজেকে আড়াল রাখতে পারতেন ব্যবহারকারীরা। 5257987c0467e-facebookbreakupসম্প্রতি ফেসবুকে নিজেকে আড়াল করে রাখার প্রাইভেসি ফিচার সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
১০ অক্টোবর ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের সার্চ বারে কারও নাম লিখে সার্চ দিলে বিশেষ একটি সেটিংসের কারণে তাঁকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। এ সেটিংসটি সরিয়ে ফেলা হবে। ফলে এখন থেকে ফেসবুকে সার্চ দিলেই ফেসবুক ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ১২০ কোটি ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে খুব অল্পসংখ্যক মানুষ তাঁদের প্রোফাইল সার্চ থেকে লুকিয়ে রাখতে বিশেষ সেটিংস ব্যবহার করছেন।
ফেসবুক কর্তৃপক্ষ তাদের সার্চ সুবিধাটির প্রতি গুরুত্ব দিতেই এ পরিকল্পনা নিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাঁদের পোস্টগুলো কারা কারা দেখতে পারবেন তা নির্ধারণ দিতে পারবেন।

Spread the love