শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের আইনের মুখোমুখী করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ছেলেধরার বিষয়ে ফেসবুকে যারা গুজব সৃষ্টি করছেন, তাদের পরিস্কারভাবে বলতে চাই, পুলিশ কিন্তু বসে থাকবে না। যারাই এ ধরনের ঘটনা ঘটাবেন তাদেরকে সনাক্ত করে আইনের মুখোমুখী করা হবে। 

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা মিথ্যা সংবাদ প্রচার করে ক্রাইম করছেন, আমরা এরই মধ্যে এ ধরনের কয়েকজনকে সনাক্ত করেছি। এর মধ্যে আবার বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ এবং র‍্যাব। 

সারাদেশে ছেলেধরার নামে মানুষ মারার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যার্থতা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, মানুষ যেভাবে সোস্যাল মিডিয়া ব্যবহার করছে তার পরিসংখ্যান শুনলে আতকে উঠতে হয়। অনেক মানুষ এই সোস্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে।
 
সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সোস্যাল মিডিয়ার সব খবরই যেন বিশ্বাস না করেন। সঠিক প্রমাণ না পেয়ে যেন কেউ আইন হাতে তুলে না নেন। 

Spread the love