শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ক্রিসমাস মার্কেটের হামলার ঘটনায় সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। শেরিফ শেকাত নামের ওই হামলাকারীকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে স্ট্রাসবুর্গের একটি সড়কে হত্যা করে পুলিশ।  ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানের জানান, বৃহস্পতিবার নিউডর্ফ এলাকায় শেকাতের চেহারার বর্ণনার সঙ্গে মিলে যাওয়া এক ব্যক্তিকে শনাক্ত করেন তিন পুলিশ কর্মকর্তা। তারা ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। তবে সন্দেহভাজন ব্যক্তি উল্টো তাদের ওপর গুলি ছুড়তে থাকে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হয়।

গত মঙ্গলবার স্ট্রাসবুর্গের করবিউ ব্রিজের কাছে ক্রিসমাস মার্কেটের রাত ৮টার দিকে হামলা চালিয়েছিল শেকাত। এতে তিনজন নিহত ও ১২ জন আহত হন। হামলা চালিয়ে একটি ট্যাক্সি ক্যাবে করে পালিয়ে যায় সে। তাকে ধরার জন্য ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শেকাতের বাবা-মা ও দুই ভাইসহ ৫ জনকে আটকও করে পুলিশ। এ ঘটনার আগেই ২৯ বছর বয়সী শেকাত জার্মানি ও ফ্রান্সে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দণ্ডিত হয়েছিল। পরে জেলে গিয়ে ইসলামি চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে সে। জঙ্গি সংগঠনগুলোর সংবাদ সংস্থা আমাক ইসলামিক স্টেটের পক্ষে এ হামলার দায় স্বীকার করে তাকে ইসলামিক স্টেটের একজন যোদ্ধা বলে দাবি করেছিল। খবর বিবিসি

Spread the love