মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলন : গ্রেফতার ১৭শ

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকারীদের মধ্য থেকে ১ হাজার ৭০০-এর বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংসতা ঘটে। এতে সপ্তাহ খানেক আগের তুলনায় আরো বেশি ক্ষতি হয়েছে।

রবিবার কর্মকর্তারা এ কথা জানান।

প্যারিস, মার্সেইল, বখদু, লিও ও তুলুজ ছাড়াও আরো কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ম্যাঁেক্রার পদত্যাগের দাবিতে গত চার সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে।

আটক ১ হাজার ৭২৩ জনের মধ্যে ১ হাজার ২২০ জনকে পুলিশের হেফাজতে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্যারিসের পুলিশ বলেছে, তারা শনিবার ১ হাজার ৮২ জনকে আটক করে। এর আগে ৪১২ জনকে আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ ৩৬ হাজার লোক অংশ নেয়। গত ১ ডিসেম্বরেও প্রায় একই পরিমাণ লোক বিক্ষোভে যোগ দেয়। সেদিনও পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কিন্তু নগর কর্তৃপক্ষ বলছে, সেদিনের চেয়ে শনিবারের সহিংসতায় বেশি ক্ষতি হয়েছে।

বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর করে।

Spread the love