শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর দবিরুল ইসলামের মৃত্যুবাষির্কী আজ

ঠাকুরগাঁও প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক মরহুম মুহম্মদ দবিরুল ইসলামের ৫৭ তম মৃত্যু বাষির্কী আজ। এ উপলক্ষে শনিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, বাঙ্গালির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক মরহুম মুহম্মদ দবিরুল ইসলাম ১৯২২ খ্রীস্টাব্দের ১৩ ই মার্চ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন বামুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

১৯৪৯ খ্রীস্টাব্দের হাজতবাসের সময় তাঁর উপর ব্যাপক নির্যাতন করা হয় এবং পরবর্তীকালে ১৯৫২ খ্রীস্টাব্দের ভাষা আন্দোলনের সময় গ্রেফতার হলে পুনরায় তাঁর ওপর ব্যাপক নির্যাতন হয়। যার ফলে পরবর্তীকালে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৯৬১ খ্রীস্টাব্দের ১৩ই জানুয়ারি মাত্র প্রায় ৩৯ বৎসর বয়সে এই মহান দেশপ্রেমিক ও বাঙ্গালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রারম্ভিক লড়াইয়ের অগ্রসৈনিক ভাষা সৈনিক মুহম্মদ দবিরুল ইসলাম ইন্তেকাল করেন।

Spread the love