শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিষদের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর জেনারেল হাসপাতাল হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আহাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র প্রফেসর ড. বলরাম রায়, প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রেজা খান, হাবিপ্রবি’র সাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিরিন আক্তার পারভীন, ডাঃ মুঃ শহিদুল্লাহ, মোঃ হুমায়ুন কবীর মান্নান, মোছাঃ সিদ্দিকা বেগম, মোঃ আজগার আলী, সাদে আখতার, আউয়াল বকস, মোঃ মোকাররম হোসেন, শহিদুল ইসলাম সহিদুল্লাহ, মোজাফ্ফর হোসেন, প্রফেসর নাজিম অগ্রণী ব্যাংকের সাবেক সভাপতি শংকর দাস, নুর ছাবা ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম। বক্তারা বলেন, অবিলম্বে বুদ্ধিজীবী দিবসকে জাতীয়  দিবস, জাতীয় জয় বাংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান ও ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করতে হবে। পশ্চিমা শাসক গোষ্ঠী এ দেশকে শাসন করেছে, শোষন করেছে আমাদের। তারা বুদ্ধিজীবী শূণ্য দেশ করার ষড়যন্ত্রে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করেছে মহান বুদ্ধিবুদ্ধের মাধ্যমে। আমাদের প্রজন্মদের স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। মনে রাখবেন জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়ীক রাজনীতির জীবানু বিএনপি’র এদেশে এনেছে।

Spread the love