শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এবং মানুষও তাকে ভালোবাসত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার সোসাইটি (আপোস) দিনাজপুর আয়োজিত ১৮ মার্চ সোমবার দিনাজপুর শহরের মাতাসাগর অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার সোসাইটি (আপোস) দিনাজপুর এর সভাপতি শিক্ষানবিশ এ্যাডঃ এস. এম. নুরে আলম কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা কার্যালয়ের সাধারন সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ রাবেয়া ফেরদৌস রুশি, মাশরুম সমাবায় সমিতির সহ-সভাপতি মোঃ সাদেকুল ইসলাম জয়, এ্যাডঃ মোকশেদুর রহমান। প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এবং মানুষও তাকে ভালোবাসত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুর মতো মন ছিল বলেই আজ জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। বঙ্গবন্ধুর মধ্যে কোন হিংসা, রাগ ও ব্যক্তিগত স্বার্থ বিষয়ে চিন্তা চেতনা ছিল না। বঙ্গবন্ধু বাংলাদেশকে মায়ের মতো ভালোবাসতেন। আমাদের প্রজন্ম সন্তানদের বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করতে শেখাতে হবে। সেই সাথে মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে।

Spread the love