শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গমাতা গোল্ডকাপ বাংলাদেশ-লাওসকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

ঘূর্ণিঝড় ফণীর কবলে তছনছ ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের মাটিতেও, বিকেল থেকে হচ্ছে বৃষ্টি। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শিরোপার মঞ্চে আসা বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু শুক্রবার বিকেল থেকেই প্রবল বৃষ্টিপাতে মাঠ ভারী হয়ে ওঠে। জমতে থাকে পানি। বৃষ্টি কমার বদলে বাড়তে থাকে সময়ের সাথে। শেষঅবধি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাইনাল বাতিলের ঘোষণাই আসল।

বাতিল ফাইনালটি ভিন্ন আরেকদিনে করা যায় কিনা, শুরুতে এমন ভাবনা থাকলেও দ্রুত তা থেকে সরে আসে বাফুফে। বাংলাদেশ-লাওস দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যৌথভাবে।

গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত এবং কিরগিজস্থানকে টপকে সেমিতে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে আসে বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে লাল-সবুজরা দিয়েছে ৭ গোল। তবে গণ্ডায় গণ্ডায় গোলের সহজ সুযোগ হাতছাড়া না করলে স্বাগতিকদের গোলসংখ্যা হতে পারতো দেড় ডজনেরও বেশি!

অন্যদিকে বাংলাদেশের মতো ভুল করেনি লাওস। নিজেদের সুযোগগুলো সময়মতই কাজে লাগিয়েছে দলটি। তাইতো তাদের নামের পাশে গোলসংখ্যাও ১৮টি। উড়তে থাকা এমন দুদলের ফাইনালে মহারণটা ভেস্তে দিল ঘূর্ণিঝড় প্রভাবে সৃষ্ট বৃষ্টি।

Spread the love