বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্ণচোরা হায়েনার দল মাঠে নেমেছেন-নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য বর্ণচোরা হায়েনার দল মাঠে নেমেছেন।  চক্রান্তও শুরু করেছেন।  ১৪ সালের মতো জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় মানুষ দেশ উন্নয়ন ধ্বংসকারী যে কোন অশুভ শক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে।

রবিবার তার নির্বাচনী এলাকা কাজীপুরে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত পৃথক দুটি সমাবেশে এসব কথা বলেন। দুপুরে তিনি তার মরহুম মাতার নামানুসারে স্থাপিত বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইজ্ঞিনিয়ারিং ইন্সটিটিউট এর একাডেমিক ভবন ও ছাত্রাবাসের  উদ্বোধন এবং বিকেলে পল্লী বিদ্যুতের কাজীপুর জোনাল অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, দাবী মোদের একটাই, আগামী নির্বাচনে নৌকায় ভোট চাই। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ ও সমুদ্র সীমা জয় করা হয়েছে। পদ্মা সেতুর মতো প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমুলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে।

দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এখন ঘরে বসে থাকার সময় নেই।  উন্নয়ন এবং ভালবাসা দিয়ে জনগনের কাছে ভোট চাইতে হবে।

সমাবেশে ড. কামাল ও ব্যারিষ্টার মঈনুলদেরকে এক এগারোর কুশীলব উল্লেখ করে তিনি আরো বলেছেন, এরাই  শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার নামে সে সময় মামলা করেছিলেন। সেই মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন জেলখানায় বন্দী। সময়ের পরিবর্তনে এক এগারোর সেই কুশীলবরা আবার মাঠে নেমেছেন, খালেদা জিয়ার পক্ষাবলম্বন করে আন্দোলনের হুমকি দিচ্ছেন। আওয়ামীলীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চাই। দেশে কোন মার্শাল ল চাই না।  আওয়ামীলীগ কোন নির্বাচনকে ভয় পায় না।  তবে এদেশের জনগণ চক্রান্তকারীদের কালো হাত ভেঙ্গে দিবে।

দুপুরে আমিনা মনসুর টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে একাডেমিক ভবন ও ছাত্রাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান।  বিকেলে আইএইচটি চত্ত্বরে পল্লী বিদ্যুৎ সমিতির কাজীপুর জোনাল অফিসের প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জিএম সৈয়দ কামরুল হাসান।

সমাবেশে বক্তব্য দেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহধর্মিনী বেগম লায়লা আরজুমান্দ বানু বিথী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব খুরশীদ ইকবাল রিজভী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন, খলিলুর রহমান সিরাজী, নিজাম উদ্দিন প্রমূখ ।

Spread the love