শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান দেশে শিক্ষায় বানিজ্যিকরণ চলছে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর তাদের চলমান কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে।
১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর এর সভাপতি মোঃ সফিকুল হক ছুটুর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। সনাকের চলমান কার্যক্রম তুলে ধরে তথ্য ভিত্তিক বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল হান্নান। সম্মানীত অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, বর্তমান দেশে শিক্ষায় বানিজ্যিকরণ চলছে। এ ব্যাপারে সকলকে সচেতন করতে সনাকের ভূমিকা রায়েছে। দেশের চলমান দূর্নীতি প্রতিরোধে জনগণকে সচেতন করার ব্রত নিয়ে সনাক যে এগিয়ে যাচ্ছে তার সাথে সাংবাদিক সমাজও রয়েছে। সভাপতির বক্তব্যে শফিকুল হক ছুটু বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের মধ্যে চাহিা সৃষ্টি এবং দূর্নীতিকে চ্যালেঞ্জ করার জন্য সনাক নাগরিক ও সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি করে আসছে। এছাড়া দূর্নীতি বিরোধী আন্দোলনকে বেগবান এবং জনগণের সমর্থন সৃষ্টির জন্য নেটওয়ার্ক গঠন ও অংশিদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরিয়া ক্যানেজার মোঃ আব্দুল হান্নান বলেন, ২০১০ সাল থেকে দিনাজপুরে সনাক কাজ করে যাচ্ছে। বর্তমানে ৪টি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে সনাক। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক কামরুল হুদা হেলাল, মোঃ রুস্তম আলী, ইদ্রিস আলী, আজহারুল আজাদ জুয়েল, সালাউদ্দিন, বিপুল সানি, আবুল কাশেম, মোঃ হুমায়ুন কবীর, কাশী কুমার দাস, রফিকুল ইসলাম ফুলাল প্রমুখ।

Spread the love